প্রতিষ্ঠোনের নাম: সাইন্স এন্ড লেটারস গালর্স স্কুল ও কলেজ, পো- জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ এ ইংরেজি ও গণিত (বিএসসি) ০১ জন করে শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাশ।
মহিলা প্রার্থীদের অগ্রাধিকার। আ্রগহী প্রার্থীগণ আগামী ১৫ মার্চ ২০২২ েইং তারিখে ১০ টায় প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। 01713-737358 সভাপতি। সুত্র- ০৮ মার্চ ২০২২ সিলেটের ডাক।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old