প্রতিষ্ঠানের নাম: শহিীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, পো- ঘুুঙ্গিয়ারগাও, উপজেলা: শাল্লা, সুনামগঞ্জ এ সর্বশেষ সরকারি বিধি মোতোবেক ও নীতিমালা অনুযায়ী নিম্ন লিখিত শূন্যপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম:
- ট্রেড এ্যাসিসট্যান্ট (অ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস/ পূর্ববর্তী নাম ড্রেস মেকিং)- ০১ জন
- ট্রেড এ্যাসিসট্যান্ট- ফুড প্রসেসিং- ০১ জন
- কম্পিউটার ল্যাব অপারেটর- ০১ জন
- পরিচ্ছন্নতা কর্মী –০১ জন
- আয়া –০১ জন
- অফিস সহায়ক- ০১ জন
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক শাল্লা শাখার অনুকুলে জমা দান করে সকল কাগজ সত্যায়িত করে আবেদন করুনপ্রধান শিক্ষক বরাবর। মোবাইল- 01309130001 প্রধান শিক্ষক। সুত্র- ৪ মার্চ ২০২২ ইং দৈনিক সিলেটের ডাক পত্রিকা।
আপনার প্রতিষ্ঠান বা কোম্পানীর বিজ্ঞাপন দিতে যোগযোগ করুন 09638-483724 অথবা ইমেইল করুন: info.jobsylhet@gmail.com
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old