সুনামগঞ্জের নিয়োগ:
হায়দরপুর হাই স্কুল, পো: হায়দরপুর, ছাতক, সুনামগঞ্জ এ সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো অনুযায়ী বিভিন্ন পদে লোক নিয়েগা করা হবে।পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী, নৈশ্য প্রহরী, আয়া ও অফিস সহায়ক।
আগ্রহীপ্রার্থীগণ কে শিক্সাগত যোগ্যতার কপি ও অন্যান্য সকল কাগজপত্র সহ আগাসী ১৪ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষর কারীর বরাবর আবেদন পৌছাতে হবে। প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। সুত্র- ২৮ ফেব্রুয়ারী ২০২২ দৈনিক সিলেটের ডাক।
মৌলভীবাজার: পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসা, পো: দক্ষিণ ভাগ, বড়লেখা, মৌলভীবাজার, এ সরকারি বিধিমোতাবেক জনবল কাঠামো ২৩ নভেম্বর ২০২০ আলোকে শুন্য পদে লোক নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, এমএলএসএস,
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আগ্রহীপ্রার্থী গণকে পতি পদের জন্য পুবালী ব্যাংক দক্ষিণ ভাগ শাখার অনুকুলে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন করুন সুপার বরাবর । মোবাইল: 01712-323678। সুত্র- ২মার্চ ২০২২ ইং যুগান্তর পত্রিকা।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old