নিশিতা ফুডস লি: সিলেট- Nishita Foods

নিশিতা ফুডস লি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কঠোর পরিশ্রমী মনমানসিকতার অধিকারী এবং তাৎক্ষনিক কাজে যোগদান করার মন মাসিকতা প্রার্থী আবেদন করুন।


পদের নাম: একাউন্টেন্ট
পদ সংখ্যা: ০২ টি

শিক্ষাগত যোগ্যতা: বিকম পাশ এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড,  এক্সেল, পাওয়ারপয়েন্ট ওয়াননোট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

কাজের দায়িত্ব সমূহ: প্রতিষ্ঠানের সকল হিসাব-নিকাশ কম্পিউটারে আপলোড করে রাখতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইআরপি সফটওয়্যার চালাতে সক্ষম।

লিঙ্গ: শুধু মাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


আবেদন পাঠানোর ঠিকানা: নিশিতা ফুডস, ৪৯, ব্লক-এ, নিউ মার্কেট, লালদিগিরপাড়, সিলেট। অথবা ইমেইলে পাঠান- bd.nishitafoods@gmail.com

আবেদনের শেষ তারিখঃ ১১ এপ্রিল ২০২২

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com , 


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old

Leave a Comment