সিলেটের ইকরা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল বঙ্গবীর রোড পিরজপুর চন্ডীপুল, দক্ষিণ সুরমা, সিলেট এর জন্য দুই জন শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারি শিক্ষক পদার্থ বিজ্ঞান (বিএসসি বা এমএসসি)
আগ্রহী প্রার্থীগণ আগামী ১২/৪/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার কপি সদ্য তোলা 2 কপ পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার সহ আবেদন করতে হবে।
নিয়োগ পরীক্ষা: আগামী ১৬ এপ্রিল 2022 ইংরেজি সকাল ১১ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূত্র ৩১ মার্চ 2022 ইংরেজি, দৈনিক সিলেটের ডাক পত্রিকা।
আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com ,
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old