ইমরান আহমাদ বালিকা স্কুল এন্ড কলেজ- Imran Ahmed Girls School & College


গোয়াইনঘাট ইমরান আহমাদ বালিকা স্কুল এন্ড কলেজ, পো: গোয়াইনঘাট, সিলেট এ বিভিন্ন পদে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: বাংলা, ইংরেজি, আইসিটি, পৌরনীতি, সমাজকর্ম, অর্থনীতি, যুক্তিবিদ্যা, কৃষি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ব্যবসায় সংগঠন, হিসাববিজ্ঞন, উৎপাদন ব্যবস্থাপনা – প্রতি বিষয়ে ০১ জন করে।

আগ্রহী প্রার্থী গণ পূর্ণাঙ্গজীবন বৃত্তান্ত ও ছবি, শিক্ষাগত যোগ্যতার কপিসহ আগামী ১০ এপ্রিল ২০২২ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। সুত্র- ৩০ মার্চ ২০২২ সিলেটের ডাক পত্রিকা। 

আপনার প্রতিষ্ঠানে বিজ্ঞাপন (এডভারটাইজ) বা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যোগাযোগ করুন 09638-483724 অথবা ইমেল করুন: info.jobsylhet@gmail.com

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old