প্রতিষ্ঠানের নাম: শাহার পাড়া শাহ কামাল হাই স্কুল, পো: শাহারপাড়া, উপজেলা: জগন্নাথপুর, সুনামগঞ্জের জন্য সরকারি বিধি মোতাবেক শুন্য পদে লোক নিয়োগের বিজ্হপ্তি প্রকাশ করেছে।
পদের নাম:
- প্রধান শিক্ষক- ০১ জন
- অফিস সহকারি কাম-হিসাবসহকারী- ০১ জন
- অফিস সহায়ক- সৃষ্ট পদে ০১জন
- নৈশ্য প্রহরী- সৃষ্ট পদে ০১জন
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহীপ্রার্থীগণ বিজ্হপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক পদে ১০০০ টাকা, অন্যান্য পদে ৫০০ টাকা রূপালী ব্যাংক সৈয়দপুর শাখার অনুকুলে সভাপতি বরাবর আবেদন করুন প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ। সুত্র- ২৪ ফেব্রুয়ারী ২০২২ইং যুগান্তর পত্রিকা।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old