প্রতিষ্ঠানের নাম: সরকারি বিধি মোতাবেক আলহাজ আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর, পো: নোয়াপাড়া, উপজেলা: দিরাই, জেলা: সুনামগঞ্জ এ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদে ০১জন। প্রার্থীর যোগ্যতা- ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি বা সমমান পাশসহ ৬মাস মেয়াদি কম্পিবউটার ডিপ্লোমাধারী অগ্রাধীকার। সমগ্র শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহনযোগ্য নয়। প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সকল শিক্ষাগত যেগা্যতার কপি ও অন্যান্য কাগজাদিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌছাতে হবে। সুত্র- ২৫ ফেব্রুয়ারী ২০২২ ইং যুগান্তর পত্রিকা।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।