পদের নাম: প্রভাষক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
উইংঃ কলেজ উইং ১১শ ও ১২ শ শ্রেণির জন্য
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান অথবা কম্পিউটার বিজ্হান / আইসিটি সহ স্নাতকসহ স্নাতকোত্তর। এবং এনটিআরসিএ সনদধারী।
পদের নাম: জুনিয়র শিক্ষক- ইংরেজি
উইংঃ স্কুল উইং কেজি থেকে ১০ম শ্রেণির জন্য
শিক্ষাগতযোগ্যতাঃ সংশ্লিস্ট বিষয়ে ৪বছর মেয়াদি স্নাতক।
পদের নাম: জুনিয়র শিক্ষক- গণিত ও সাধারণ বিজ্ঞান
উইংঃ স্কুল উইং কেজি থেকে ১০ম শ্রেণির জন্য
শিক্ষাগতযোগ্যতাঃ গণিত/রসায়ন/পদার্থ বিষয়ে ৪বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর।
পদের নাম: জুনিয়র শিক্ষক- আইসিটি
উইংঃ স্কুল উইং কেজি থেকে ১০ম শ্রেণির জন্য
শিক্ষাগতযোগ্যতাঃ কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে স্নাতক সম্মান /স্নাতকোত্তর।
আবেদনের নিয়ম: আগ্রহীপ্রার্থীগণ সকল শিক্ষাগত যোগ্যতার কপি ও পূর্ণাঙ্গ জীবণ বৃত্তান্ত লিখে ১নং পদের জন্য ১০০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৮০০ টাকার ব্যাংক ড্রাফটসহ আগামী ০৬ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে সরাসরি প্রতিষ্ঠানের অফিসে পৌছাতে হবে। সুত্র- ১৬ ফেব্রুয়ারী ২০২২ ইং, সিলেটর ডাক পত্রিকা। ওয়েবসাইট: www.bgpscsylhet.edu.bd
(নিচের অংশ পুরাতন খবর)
পদের নাম: অধ্যক্ষ / প্রতিষ্ঠান প্রধান ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান
অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ / ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত। অথবার সহকারী অধ্যাপক হিসেবে ৩বছরের অভিজ্ঞতা।
বেতন: গ্রেড- ৫ (৪৩০০০-৬৯৮৫০)
আবেদনের নিয়মাবলী: আগ্রহীপ্রার্থীদের পূর্ণাঙ্গজীবন বৃত্তান্ত লিখে মোবাইল নাম্বার সহ আবেদনের সাথে সনদপত্র অভিজ্ঞতার কপি বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অনাপত্তিপত্র সত্যায়িত, ২কপি ছবি ও ১০০০ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সহ আগামী ২৩ জানুয়ারী ২০২২ িইং তারিখের মধ্যে আবেদন করুন। পরীক্ষার তারিখ ও সময় মোবাইলে জানানো হবে। সুত্র- ৬-০১-২০২২ সিলেটের ডাক।
Post a Comment
ধন্যবাদ