শাহজালাল মডেল স্কুল, ক্লান্তিশেষ বসুন্ধরা ৩১/১ রায়নগর. রাজবাড়ি, সিলেট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: বিএসসি সহকারী শিক্ষক
আবেদনের নিয়মাবলী: স্কুলের নির্ধারীত ফরমে আগামী ৩১ জানুয়ারী ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্র শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ১ টা পর্যস্ত সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
বেতন-ভাতা: বিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রদান করা হবে । তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধীরিত হবে।
আবেদনের ঠিকানা: শাহজালাল মডেল স্কুল, ক্লান্তিশেষ বসুন্ধরা ৩১/১ রায়নগর. রাজবাড়ি, সিলেট মোবাইল নাম্বার- 01676-870453 সুত্র- ১৯ জানুয়ারী ২০২২ সিলেটের ডাক।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old