প্রতিষ্ঠানের নাম: মকবুল আহমদ আইডিয়াল একাডেমি, পো- সাউথ ভাদেশ্বর, গোলাপগঞ্জ, সিলেট মাধ্যমিক অনুমতি প্রাপ্ত এর জন্য (গণিত ও বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ) ০১ জন বিএসসি বা এমএসসি বিজ্ঞান শিক্ষক নিয়োগ করা হবে। এনটিআরসি নিবন্ধন ধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রগী প্রার্থীগন স্ব-হস্তে আবেদন লিখে প্রয়োজনীয় কাগজাদি মুল কপি সহ আগামী ৭ ফেব্রুযারী ২০২২ ইং তারিখে ১১ টার সময় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকবেন। মোবাইল – 01720-146086 প্রধান শিক্ষক। সুত্র- ২৫-০১-২০২২ সিলেটের ডাক।
প্রতিষ্ঠানের নাম: হাজি আবদুল খালিক হাই স্কুল, পো- চরমহল্লা, উপজেলা- ছাতক, জেলা- সুনামগঞ্জ এর জন্য সর্বশেষ জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী ০১ জন কম্পিউটার অপারেটর, ০১ আয়া ও নৈশ্য প্রহরী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য ১০০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সহ প্রধান শিক্ষক বরাবর সকল কাগজপত্র সত্যায়িত করে আবেদন করুন। মোবাইল নং- 01711-348060 , সুত্র- ২৪ জানুয়ারী ২০২২ ইং সিলেটের ডাক ।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old