কুশিয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


প্রতিষ্ঠানের নাম: কুশিয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘর- চরিয়ারবাজার, উপজেলা- বিয়ানীবাজার জেলা সিলেট এ শুন্য ও নবসৃষ্ট বিভিন্ন পদে সরকারি বিধি মোতাবেক লোক নিয়োগ করা হবে। 

পদের নাম: নৈশ্য প্রহরী, আয়া, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, প্রতি পদে ০১জন করে।
আয়া পদে শুধুমাত্র মহিলাপ্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণ ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক, বিয়ানী বাজার শাখার অনুকুলে করে প্রয়োজনীয় সকল কাগজ ও সনদপত্র ও ২কপি ছবি সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন প্রধান শিক্ষক বরাবর। সুত্র- ০৫ জানুয়ারী ২০২২ ইং সিলেটের ডাক পত্রিকা।

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old