শাবিপ্রবি তে চাকরির সুযোগ।। Shahjalal university of Science and Technology, Sylhet

আর্কিটেকচার বিভাগের জন্য ২জন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।


(পুরাতন খবর)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর ইংরেজি বিভাগের জন্য অধ্যাপক এর একটি এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এর একটি পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনপত্র জমাদানঃ রেজিস্টার এর অনুকূলে সিলেট শহরে যে কোন তফসিলি ব্যাংকের উপর উক্ত পদের জন্য ৭০০/= টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফটের পে-অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়, পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/ প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ১১ সেট দরখাস্ত মধ্যে দুই সেট ইংরেজিতে আগামী ১০জুন ২০২১ ইংরেজি তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্টার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিট ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।  অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবেনা। খামের ওপর অবশ্যই স্পষ্ট করে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। ডাক যোগাযোগ জনিত বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ,  আবেদন পত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না/ বিবেচনা করা হবে না।

আবেদনের সাথে প্রার্থীর প্রকাশনাসমূহ এর হার্ডকপি ও সফট কপি জমা দিতে হবে। তবে Scopus/ISI indexing ছাড়া  ইনডেক্সিং ছাড়া অন্যসব জার্নালে প্রকাশিত প্রকাশনাসমূহ এর সফট কপি TURNITIN সফটওয়্যার দ্বারা যাচাই করে রিপোর্টসহ জমা দিতে হবে। সফট কপি khangiash@yahoo.com ইমেইলে পাঠাতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার কপি কেন্দ্রীয় ডেসপ্যাচ থেকে সংগ্রহ করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান প্রযোজ্য হবে।

সহযোগী অধ্যাপক পদে নিয়োগ / আপগ্রেডেশন সম্পর্কিত যোগ্যতা অভিজ্ঞতাঃ

প্রার্থীদের সর্বমোট ১৫ (পনের) বছরের স্নাতক সম্মান পাস বা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতার/ স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা* থাকতে হবে। তন্মধ্যে কমপক্ষে ১১ বছর (এক বছর অত্র বিশ্ববিদ্যালয় সক্রিয় চাকরির অভিজ্ঞতা) অথবা  স্ব-স্ব ক্ষেত্রে অত্র বিশ্ববিদ্যালয় ন্যূনতম অভিজ্ঞতার 50 পার্সেন্ট সক্রিয় চাকরির অভিজ্ঞতাসহ) সহকারি অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে সহকারী অধ্যাপক থাকাকালীন দুইটি প্রকাশনা থাকতে হবে। তবে সহকারী অধ্যাপক থাকাকালীন অতিরিক্ত দুটি প্রকাশনায় প্রধান গবেষক হিসেবে থাকলে প্রার্থী সর্বোচ্চ এক বছরের রেয়াত সুবিধা পাবেন। তবে উক্ত দু’টি প্রকাশনা পরবর্তী পদোন্নতি ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

অথবা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এমফিল বা ন্যূনতম তিন সেমিস্টার বা মাস্টার্স ডিগ্রী স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে কমপক্ষে তিন বছর এক বছর অত্র বিশ্ববিদ্যালয়ের সক্রিয় চাকরির অভিজ্ঞতা অথবা স্ব-স্ব ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের নতুন অভিজ্ঞতার 50 পার্সেন্ট সময়কাল সক্রিয় চাকুরীর অভিজ্ঞতা। সহকারি অধ্যাপক পদে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সহকারি অধ্যাপক হিসেবে দুইটি প্রকাশনাসহ প্রার্থীর কমপক্ষে তিনটি প্রকাশনা তাকতে হবে। খ্যাতনামা প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত মৌলিক গবেষণা গ্রন্থ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তক  হিসেবে গ্রহণ করা যায় এমন গ্রন্থ বা বুক চ্যাপ্টার একটি প্রকাশনা সমতুল্য বলে বিবেচিত হবে। তবে এধরনের প্রকাশনা একটির বেশি বিবেচিত হবে না। তবে সহকারি অধ্যাপক থাকাকালীন অতিরিক্ত দুটি প্রকাশনার প্রধান গবেষক হিসেবে থাকলে প্রার্থী সর্বোচ্চ এক বছর সুবিধা পাবেন তবে উক্ত দু’টি প্রবন্ধ পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে গনণাযোগ্য হবে না।

অথবা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রী বা সমমান ডিগিসহ সাত বছরের স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতা স্বীকৃতি গবেষণা প্রতিষ্ঠান গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। 

*চিহ্নিত বিভিন্ন শব্দের ব্যাখ্যাঃ

*৪ অভিজ্ঞতা বলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার সময়কাল কে পূর্ণ অভিজ্ঞতা ১০০% হিসেবে গণ্য হবে। অন্যন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এ অভিজ্ঞতার সময়কাল কে ৭৫% হিসেবে গণ্য করা হবে তা সর্বোচ্চ ৪বছর গণ্য হবে এবং স্নাতক সম্মান  এবং মাস্টার্স পযায়ে শিক্ষাপ্রদানকারী জাতীয় বিশ্ববিদ্যালয়/ প্রাইভেট বিশ্ববিদ্যালয় / সরকার বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত গবেষণা প্রতিষ্টানের অভিজ্ঞতার সময়কালকে ৫০% হিসেবে গণ্য করা হবে, তবে তা সর্বোচ্চ ২ বছর গণ্য হবে। খন্ডকালীন চাকরির অভিজ্ঞতা গ্রহনযোগ্য হবে না। সক্রিয় চাকরি বলতে এই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে প্রত্যক্ষ শিক্ষকতার অভিজ্ঞতাকে বুঝাবে।

*প্রকাশনা বলতে দেশে বিদেশে স্বীকৃত peer reviewed জার্নাল বুঝাবে।

*প্রতিটি পেটেন্ট েএকটি প্রবন্ধের সমতুল্য হিসেবে গণ্য হবে।

*বুক চ্যাপ্টার বলতে স্বীকৃত গবেষণা সংস্থা কতৃক প্রকাশিত (সম্পাদিত) বইয়ের peer reviewed বুক চ্যাপ্টার বুঝাবে।

বিস্তারিত ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানা যাবে।

old

Leave a Comment