জাফলং ভেলি বোডিং স্কুল এ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: প্রভাষক গনিত
পদ সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: গণিত বিষয়ে মাস্টার্স এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ও ইংরেজি ভাষায় জ্ঞান।
অভিজ্ঞতা: ৫ থেকে ৬বছরের
বয়স: ৩৩ থেকে ৩৫ বছর
লিঙ্গ: পুরুষ ও মহিলা
মাসিক বেতন: ৩৮ হাজার থেকে ৪৫ হাজার এবং বার্ষিক ইনক্রেমেন্ট
পদের নাম: প্রভাষক আইসিটি
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ও ইংরেজি ভাষায় জ্ঞান।
অভিজ্ঞতা: ১ থেকে ৩বছরের
বয়স: ২৮ থেকে ৩৬ বছর
লিঙ্গ: পুরুষ ও মহিলা
মাসিক বেতন: ৩৮ হাজার থেকে ৪৩ হাজার এবং বার্ষিক ইনক্রেমেন্ট
পদের নাম: হোস্টেল সুপার
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ।
অভিজ্ঞতা: ১৪বছরের
বয়স: ৪৬থেকে ৪৮ বছর
লিঙ্গ: পুরুষ
মাসিক বেতন: ৩২ হাজার থেকে ৪৫ হাজার।
পদের নাম: একাউন্টস অফিসার
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য বিষয়ে মাস্টার্স , বি.কম(পাস) এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ ।
অভিজ্ঞতা: ৭ থেকে ১১বছরের
বয়স: ৩২ থেকে ৩৮ বছর
লিঙ্গ: পুরুষ ও মহিলা
মাসিক বেতন: ৪০ হাজার থেকে ৪৫ হাজার এবং বার্ষিক ইনক্রেমেন্ট
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহীপ্রার্থীগণ পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত লিখে ও প্রয়োজনীয় কাগজাদি সহ jaflongvalleyschool@gmail.com ইমেইলে পাঠিয়ে দিন। সুত্র- বিডিজবস
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old