সরকারি বিধি মোতাবেক খিলাছড়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, ডাকঘর- যুধিস্ঠিপুর, উপজেলা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট এ শুন্যপদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নামঃ সহকারি প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর
আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজাদিসহ বিদ্যালয় অনুকূলে সহ প্রধান শিক্ষক পদে ১০০০/- ও ল্যাব অপারেটর পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সহ ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।
কম্পিউটার ল্যাব অপারেটর পদে কারিগরি শিক্ষা বোর্ড হতে কম্পিউটার ডিপ্লোমা বা সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযু্ুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ। অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পারেন। সহকারী প্রধান পদে পুর্বে আবেদনকারীর পুণারয়েআবেদনের প্রয়োজন নেই। সুত্র- ৩ ডিসেম্বর ২০২১ যুগান্তর ।
old