ব্রিটিশ আইডিয়াল ইন্টার্নেশনাল উচ্চ বিদ্যালয়, বারকোট, উপজেলা: গোলাপগঞ্জ , জেলা: সিলেট। এ ৯ম ও ১০ম শ্রেনিতে পাঠদামে সক্ষম শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী শিক্ষক গনিত । পদার্থ ও রসায়ন বিষয়ে অভিজ্ঞ। সহকারি শিক্ষক ইংরেজি।
আগ্রহী প্রার্থীগণ আগামী ০৬ নভেম্বর ২০২১ ইং তারিখে সকাল ১১ ঘটিকায় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সহ উপস্থিত থাকবেন। সুত্র: ২৯ অক্টো ২০২১ সিলেটের ডাক।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।
old