বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ- Bangladesh Krira Shikha Protistan

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এ রাজস্বখাতভুক্ত নিম্নেবর্নিত শুন্য পদে লোক নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


০১। পদের নাম: মেস ম্যানেজার 
পদ সংখ্যা: ০২টি
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/=
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ। এবং হোটেল ম্যানেজন্টে বিষয়ে অভিজ্ঞ। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার।

০২। পদের নাম: পানির লাইনম্যান
পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/=
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান । সংশ্লিস্ট বিষয়ে ট্রেড কোর্সধারী প্রার্থীদের অগ্রাধীকার।

০৩। পদের নাম: হোস্টেল বেয়ারার
পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/=
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান । 

আবেদনের নিয়মাবলী: 
স্বহস্তে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের তিন কপি ছবি সত্যায়িত করে মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি, আশুলিয়া, ঢাকা বরাবরে ডাকযোগে অথবা অফিসের রক্ষিত বক্স অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর।
২৫-০৩-২০২০ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

পরীক্ষার ফিস: আবেদনকারীকে ১০০/- একশত টাকার পে-অর্ডার/ব্যাঙ্ক ড্রাফ্ট উত্তরা ব্যাংক লিমিটেড এর যেকোন শাখা হইতে মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শেষ তারিখ: ০৫ ডিসেম্বর ২০২১ । নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহনযোগ্য নয়।
প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা উপজাতীয় কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ পত্র দরখাস্ত পেশ করতে হবে।
old