পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি ও এমেজিং)
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিস্টি বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা
অভিজ্ঞাতা: নূন্যতম ৩বছরের (সিটি, এমআরআই,এক্স-রে) অভিজ্ঞতা থাকতে হবে ।
আগ্রহীপ্রার্থীগণ ২কপি ছবি ও পূর্নাঙ্গজীবন বৃত্তান্ত লিখে সরাসরি আগামী ৩০ নভেম্বর ২০২১ইং তারিখের মধ্যে আবেদন পৌছাতে হবে। সুত্র- ২৩-১১-২০২১, সিলেটের ডাক।
আল-হারামাইন হসপিটাল লি: এ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: সিনিয়র একাউন্ট্যান্ট।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ।সিএ সিসি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে। সংশ্লিস্ট কাজে নূন্যতম ৭বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়মাবলি: ২কপি পাসপোর্ট সাইজের রংগিন ছবি। জীবনবৃত্তান্ত লিখে মোবাইল নাম্বার সহ আগামী ১০-অক্টোবর ২০২১ ইং তারিখের মধ্যে আল-হারামাইন হসপিটাল , সোবহানীঘাট, সিলেট বরাবর আবেদন করুন।
old