বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড লোক নিয়োগ বিজ্ঞপ্তি- Novo Air

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করুন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।


পদের নাম: এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। বাণিজ্য বিভাগের বিবিএ/বিবিএস/এমবিএ/এমবিএস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়স: সবোচ্চ ৩২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে।
আবেদন তারিখ: ২৭-১০-২০২১ ইং।
কর্মস্থল: ঢাকা, নীলফামারী সৈয়দপুর।

আবেদনের নিয়মাবলী: পূর্নাঙ্গজীবণ বৃত্তান্ত লিখে এককপি ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজাদি সহ আবেদন করুন নিচের ঠিকানায়- নভো এয়ার লি, হাউজ নং- ৫০, রোড- ১১, ব্লক-এফ, বনানী,ঢাকা।

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old