বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লি, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টিস্যু ও পেপারজাত পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে কনভার্টিং সেকশনের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে।
সেকশন: করোগেটেড কার্টন সেকশন।
-
০১। পদের নাম: হেলপার/জুনিয়র অপারেটর: (ফেসার মেশিন, অটো শীট কাটিং, পেস্টিং মেশিন, প্রেসার মেশিন, স্লীটার ও ক্রিজার মেশিন, ডাবল কালার প্রিন্টিং মেশিন, স্টিচিং মেশিন, ও গ্লইন মেশিন)
- ০২। পদের নাম: অপারেটর: (ফেসার মেশিন, অটো শীট কাটিং, পেস্টিং মেশিন, প্রেসার মেশিন, স্লীটার ও ক্রিজার মেশিন, ডাবল কালার প্রিন্টিং মেশিন, স্টিচিং মেশিন, ও গ্লইন মেশিন)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ । করোগেটেড কার্টন উৎপাদনকারী প্রতিষ্টানে সংশ্লিস্ট কাজে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সেকশন: কনভার্টিং সেকশন।
- ০৩ । পদের নাম: হেলপার/জুনিয়র অপারেটর (টয়লেট টিস্য, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, ওয়ালেট টিস্যু ও হেন্ড টাওয়াল টিস্যু কনভার্টিং মেশিন)
- ০৪। পদের নাম: অপাারেটর(টয়লেট টিস্য, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, ওয়ালেট টিস্যু ও হেন্ড টাওয়াল টিস্যু কনভার্টিং মেশিন)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ । টিস্যু উৎপাদনকারী প্রতিষ্টানে কনভার্টিং কাজে ২ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সেকশন: স্টিকার পেপার মেশিন
- ০৫ । পদের নাম: জুনিয়র অপারেটর/ অপারেটর/ ফিনিশার (কেমিক্যাল প্রেপারেশন কাস্ট, পিই, সিলিকন, গ্লু এবং হট মেল্ট গ্লু কাটিং , টেপ স্লিপিং ও শীট কাটার মেশিন)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ । স্টিকার পেপার মেশিনের বিভিন্ন প্রসেসে ২ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ: বসুন্ধরা পেপার মিলস লি (ইউনিট-১) মেঘনাঘাট, সোনারগাও, নারায়নগঞ্জ। তারিখ: ০১ ও ০২ নং পদে ২০-১০-২০২১ ইং, ০৩ ও ০৪ নং পদে ২১-১০-২০২১ ইং, ০৫ নং পদের তারিখ- ২৪-১০-২০২১ ইং। সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত।
আগ্রহীপ্রার্থীগণ পূর্ণঙ্গ জীবন বৃত্তন্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্র, ছবিসহ মূল কাগজাদি সহ উল্লিখিত স্থানে তারিখ অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুত্র: ১৫-১০-২০২১ বাংলাদেশ প্রতিদিন।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন।
old