তাজপুর ডিগ্রি কলেজ সিলেট ও হযরত শাহজালাল রহ ফাজিল মাদ্রাসায় নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও সরকারী বিধি মোতাবেক তাজপুর ডিগ্রি কলেজ , ডাক- তাজপুর থানা- উসমানী নগর, সিলেট এর জন্য শূন্যপদে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। আবেদন কারীকে ১৫ দিনের মধ্যে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট সহ আবেদন করুন। সুত্র- ১২-১০-২০২১ যুগান্তর।


প্রতিষ্ঠানের নাম- হযরত শাহজালাল রহ ফাজিল মাদ্রাসায় ডাকঘর- গোয়ালাবাজার, থানা- ওসমানী নগর, সিলেট। 

সরকারি বিধি মোতাবেক ও জনবল নিয়োগ কাঠামো অনুযায়ী  বিভিন্ন পদে লোক নিয়ো দেওয়া হবে। 
পদের নাম  ও শিক্ষাগত যোগ্যতা: 
  • অফিস সহকারী ০১ জন, আলিম বা এইচএসসি পাশ। 
  • ল্যাব সহকারী ০১ জন- আলিম বা এইচএসসি বিজ্ঞান পাশ। 
  • প্রদর্শক – কম্পিউটার বিজ্ঞানে স্নাতক পাশ। 
  • পরিচ্ছন্নতা কর্মী- জেএসসি সমমান।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর আবেদন করুন। সুত্র- ১২ অক্টোবর ২০২১ সমকাল।
old

Leave a Comment