জালালাবাদ উচ্চ বিদ্যালয়, পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয়- Purbo Renga High School Sylhet

পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয়, গ্রাম ও ডাক: নিমাদল, গোলাপগঞ্জ, িসিলেট এর জন্য সরকারি বিধি মোতাবেক বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে।


পদের নাম:  কম্পিউটার অপারেটর (খন্ডকালিন), নৈশ্যপ্রহরী ৮ম শ্রেণি পাস।
আগ্রহীপ্রার্থীগণ ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন । সুত্র- ০৪-১০-২০২১ সমকাল।

প্রতিষ্ঠানের নাম: জালালাবাদ উচ্চ বিদ্যালয়: চরগোবিন্দ, ডাক- জাউয়াবাজার, ছাতক, সুনামগঞ্জ। এর জন্য সরকারি বিধি মোতাবেক শূন্যপদে লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও পদ সংখ্যা:
  • সহকারী প্রধানশিক্ষক ০১জন।
  • নৈশ্য প্রহরী ১জন।
  • আয়া ০১জন। 
আগ্রহীপ্রার্থীগন ১নং পদের জন্য বিদ্যালয়ের নামে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য ও প্রয়োজনীয় কাগজাদি সহ ১৫ দিনের মধ্যে আবেদন করুন। সুত্র- ৩০-০৯-২০২১ সমকাল।
old

Leave a Comment