জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা, ডাক-জালালাবাদ, সিলেট সদর, সিলেটে সরকারি ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্য পদে েএকজন করে লোক নিয়োগ দেয়া হবে।
পদের নাম:
- উপাধ্যক্ষ,
- মোফাস্সির,
- মোহাদ্দিস,
- মুফাস্সির,
- অফিস সহকারী কাম-হিসাব সহকারী
- ও আয়া।
প্রতি পদে একজন করে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় সকল কাগজাদি সহ ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। পূর্বের আবেদন কারীর পুরণায় আবেদন করার প্রয়োজন নেই। সুত্র- ১৮ অক্টোবর ২০২১ যুগান্তর।
পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাক- সালুটিকরবাজার, উপজেলা গোয়াইনঘাট, সিলেটের জন্য সরকারি বিধি মোতাবেকসৃষ্ট পদে লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী ও আয়া ৮ম শ্রেণি পাশ। একজনকরে।
আবেদনের নিয়মাবলী: প্রয়োজনীয় কাগজাদি সহ ৮ম শ্রেণিপাশের সনদ, ছবি, মোবাইল নাম্বার সহ ১৫ দিনের মধ্যে আবেদন করুন সুপার বরাবর। সুত্র: ১৮ অক্টোবর ২০২১ সমকাল।
old