ঐতিহ্যবাহী হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আলমুনীর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রসা নিয়োগ বিজ্ঞপ্তি


ঐতিহ্যবাহী হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,
সুজাতপুর, পো-সুজাতপুর, বানিয়াচং, জেলা- হবিগঞ্জ এ সরকারি বিধিমোতাবেক শুন্য পদে ১। প্রধান শিক্ষক ০১ জন, ২। সহকারী প্রধানশিক্ষক ০১জন ,৩। নিরাপত্তাকর্মী ০১ জন। ৪। পরিচ্ছন্নতা কর্মী ০১জন, ০৫। নৈশ্য প্রহরী ০১জন। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে ১-২ নং পদের জন্য ১০০০/- ও ৩-৫ নং পদে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজাদিসহ আবেদন করুন সভাপতি বরারব। সুত্র- ১৮ অক্টোবর ২০২১ সমকাল।

আলমুনীর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রসা, দেওরগাও, ডাকঘর- জাউয়াবাজার, উপজেলা- ছাতক, সুনামগঞ্জ এর জন্য গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান বিষয়ে ১জন করে বিএসসি ও ইংরেজি বিএ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

আগামী ২৫ অক্টোবর ২০২১ ইং সকাল ১১টায় প্রয়োজনীয় সকল কাগজাদিসহ উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। সংশ্লিস্ট বিষয়ে অনার্স কিংবা ফলপ্রার্থীরাও আবেদন পারবেন। সুত্র: ১৭-১০-২০২১ সিলেটের ডাক।

old