এনা বাস পরিবহন সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে- Ena Transport

এনা বাস পরিবহন সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিলেট কদমতলী বাস টার্মিনাল কাউন্টারের জন্য সিলেট শহরের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে লোক নিয়োগ দেবে।


পদের নাম: টিকেট  বিক্রয় প্রতিনিধি
শিক্ষাগত যোগ্যতা : 
বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন: ১০০০০/- দশ হাজার টাকা মাত্র ।

কর্মস্থল: সিলেট কদমতলী কাউন্টার।

আবেদনের নিয়মাবলী: 
অনলাইনে বা ডাক যোগে আবেদন করতে পারবেন। প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতা ও আইডি কার্ডের ফটোকপি সহ আবেদন করুন।
আবেদনের ঠিকানা:  এনা ট্রান্সপোট প্রাইভেট লি, ৭১/১ ফাতেমা ম্যানশন, শহীদ তাজউদ্দীন আহমদ স্বরণী, মহাখালী দক্ষিনপাড়া, বনানী ঢাকা-১২১৩।  ইমেইল:  hr.enatransport@gmail.com

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২১ ।
আবেদনের সময় ইমেলে আবেদনের সময় সাবজেক্টের জায়গায় পদের নাম, কর্ম এলাকা ও মোবাইল নাম্বার লিখতে হবে। একইভাবে ডাকযোগে আবেদনরে সময় খামের উপরও লিখতে হবে। 


সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন। কোনো ভাবে সমস্যার সম্মুখীন হলে বা ক্ষতিগ্রস্ত হলে জবসিলেট দায়ি নয়।

old

Leave a Comment