উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি- Moulvibazar Govt BD

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যান সহকারীর জন্য পদের বিপরীতে মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী কার্যক্রমের গতিশীলতা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য নিয়মিত মাঠকর্মীদের পাশাপাশি কাজ নাই ভাতা নাই ভিক্তিতে Paid Peer  Volunteer পদে নিয়োগের জন্য সংশ্লিস্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


পদের নাম: Paid Peer Volunteer, বেতন- দৈনিক যাতায়ত বাবদ ৩০০ ও নাস্তা বাবদ ১০০ মোট ৪০০/-


আবেদনের নিয়মাবলী: Paid Peer Volunteer হিসেবে কাজ করতে ইচ্চুক ব্যাক্তিকে মেডিকেল অফিসার ,পরিবার পরিকল্পনা কার্যালয় ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়োগ কমিটি, রাজনগর, মৌলভীবাজার বরাবর আগামী ২০-১০-২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে নিম্ন লিখিত তথ্যাদিসহ আবেদন পত্র জমা দিতে হবে।

প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে) । পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম। ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিয়নের নাম। বর্তমান ও স্থায়ী ঠিকানা। জন্ম তারিখ ( শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী) বয়স ২০-১০-২০২১ তারিখে।  জাতীয় পরিচয় পত্রের নম্বর ও মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা ও সন্তান সংখ্যা।

আবেদনের সাথে নিম্নলিখিত কাগজাদি দাখিল করতে হবে:
  • ২কপি পাসপোর্ট সাইজের ছবি। 
  • শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ।
  •  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেএর নিকট থেকে চারিত্রিক সনদ। 
  • জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। 
  • অভিজ্ঞতার সত্যায়িত সনদ যদি থাকে।

শর্তাবলী:
প্রার্থী নিজ স্বাক্ষরিত আবেদনপত্রাব ২০-১০-২০২১ তারিখ ৫টার মধ্যে পৌছাতে হবে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,রাজনগর, মৌলভীবাজার । অস্পস্ট ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গন্য । Paid Peer Volunteer দের  ১বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতার ভিক্তিতে বছরভিত্তিক নবায়ন করা হবে। সুত্র: জালালাবাদ ৩০-০৯-২০২১
old

Leave a Comment