সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র -Sylhet Mohila Technical Training Center

দেশে বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন সেইপ এর আওতায় সিলেট মহিলা কারিগরি কেন্দ্রে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য দৈনিক সম্মানীর ভিত্তিতে গেষ্ট ট্রেইনার নিয়োগের জন্য আহবান করা যাচ্ছে।


পদের নাম: ড্রাইভং ইন্সট্রাক্টর (গ্রেষ্ট ট্রেইনার)
পদের নাম: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ। বৈধ লাইসেন্সধারী ও ড্রাইভিং ইন্সট্রাক্টর শিপ লাইসেন্স থাকলে অগ্রাধিকার  এবং ১০বছরের বাস্তব অভিজ্ঞতা।


আবেদনের নিয়মাবলীঃ
শিক্ষাগত যোগতার ফটোকপি, অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদপত্র, এনআইডি ও ২কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে জমা দিতে হবে।
স্বহস্তে আবেদন লিখতে হবে অধ্যক্ষ বরাবর।
আবেদন জমা দানের শেষ তারিখ: ০৬-০৯-২০২১ইং।

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন।
old

Leave a Comment