সিঙ্গেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাকঘর: সিংগেরকাছ বাজার, উপজেলা: বিশ্বনাথ, জেলা: সিলেট এ নবসৃষ্ট পদে লোক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা: আয়া ১জন, ৮ম শ্রেণি পাশ।
প্রয়োজনীয় কাগজাদি ও ২কপি ছবি সত্যায়িত করে ১৫ দিনের মধ্যে আবেদন করুন সভাপতি বরাবর।
প্রতিষ্ঠানের নাম: মাথিউরা দ্বি – পাক্ষিক উচ্চ বিদ্যালয়, পো: মাথিউরা বাজার, উপজেলা: বিয়ানীবাজার, সিলেট। এ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, নৈশ্য প্রহরী প্রতি পদে ১জন করে।
আগ্রহী প্রার্থীগণ ২কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রধান শিক্ষক পদে ১৫০০/- অফিস সহকারী পদে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ সভাপতি বরাবর আবেদন করুন। পূর্ব অফিস সহকারি পদে আবেদনকারী পূণরায় আবেদন নিম্প্রয়োজন। সুত্র- ২০-০৯-২০২১ সিলেটের ডাক।
old