মানির আহমদ একাডেমি প্রা: ক্যাডেট কলেজ-Monir Ahmed Academy Sylhet

মানির আহমদ একাডেমি প্রা: ক্যাডেট কলেজ, তুরুকখলা, উপজেলা: দক্ষিণ সুরমা, সিলেটিএর জন্য শিক্ষক ও অন্যন্য পদে লোক নেওয়া হবে।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:
০১। সহকারী শিক্ষক ইংরেজি ০২জন,ইংরেজিতে অনার্স মাস্টার্স।
০২। সহকারী শিক্ষক বিজ্ঞান, ০২জন, বিজ্ঞানে যেকোন বিষয়ে অনার্স মাস্টার্স।
০৩। ক্রিড়া শিক্ষক, ০১ জন, বিএ পাশ ও খেলাধুলা বিষয়ে অভিজ্ঞ।
০৪। বাবুর্চি ০১ জন, ভালো রান্না করতে অভিজ্ঞ।

প্রয়োজনীয় কাগজাদি ও সিভিসহ আগামী ০৫-১০-২০২১তারিখের সকাল ১০টায় যোগাযোগ করুন অধ্যক্ষ বরাবর। সুত্র- ২৭-০৯-২০২১ সিলেটের ডাক।

প্রতিষ্ঠানের নাম: আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, ডাক-আছিরগঞ্জ, গোলাপগঞ্জ,সিলেট। এর শূন্যপদে বিধিমোতাবেক অফিস সহকারী কাম-হিসাব সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ দেওয়া হবে। প্রয়োনীয় কাগজপত্র সহ আবেদন করুন, পূর্বের আবেদন কারীর পূণরায় আবেদন করার প্রয়োজন নেই। সুত্র: ২৬-০৯-২০২১ সমকাল।
old