জৈন্তাপুর প্রতিবন্ধী বিদ্যালয় সিলেট- JaintaPur Autistic School

জৈন্তাপুর প্রতিবন্ধী বিদ্যালয়, গ্রাম- পানিছড়া, ডাক- চিকনাগুল, উপজেলা- জৈন্তা, জেলা- সিলেট। এ শিক্ষক ও অন্যান্য পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


০১। পদের নাম: সিনিয়র শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি/ডিপ্লোমা।

০২। পদের নাম: জুনিয়র শিক্ষক শরীরচর্চা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি/ডিপ্লোমা।

০৩। পদের নাম: জুনিয়র শিক্ষক সংগীত
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধি/অটিজম/সিরিব্রাল পালস/ ডাউন সিনড্রম) প্রশিক্ষিত থাকতে এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষেআবেদন কারী প্রতিবন্ধি শিশু অভিভাবককে (বাবা মা )অভিজ্ঞতা সম্পন্নপ্রার্থী হিসেবে অগ্রাধিকার প্রদান করা হবে।

০৪। পদের নাম: সহকারী থেরাপিস্ট
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ফিজিও থেরাপি/অকোপেশনাল থেরাপী) এবং ২বছরের অভিজ্ঞতা।

০৫। পদের নাম: অফিস সহকারী
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

০৬। পদের নাম: শিক্ষা সহায়ক
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ ও সুস্বাস্থ্যের অধিকারী।

০৭। পদের নাম: নৈশ্য প্রহরী
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি পাশ ও সুস্বাস্থ্যের অধিকারী।

০৮। পদের নাম: গাড়িচালক/ভ্যানচালক
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি পাশ ও সুস্বাস্থ্যের অধিকারী।


আবেদনের নিয়মাবলীঃ
  • আবেদনপত্রে প্রার্থীর পূর্ণাঙ্গ স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে।
  • মোবাইল নাম্বার ।
  • সকল শিক্ষাগত যোগ্যতার বিবরণ।
  • খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে।

পাসপোর্ট সাইজের ২কপি ছবি ও জাতীয়পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যাতার সনদ সহ আবেদন করুন আগামী ১-১০-২০২১ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবর। সুত্র: ২-০৯-২০২১ সবুজ সিলেট।

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন।কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে জব সিলেট দায়ি নয়।

old