বিসেএল সিরামিক কোং লি: চাকরির সুযোগ- BCL Ceramics

bcl ceramics

বিসিএল লি কর্তৃক পরিচালিত বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ নামক স্থানে অবস্থিত বিসিএল সিরামিক ইন্ডস্ট্রিজ লিঃ এর ফ্যাক্টিরিতে নিম্নে বর্ণিত পদে জরুরি ভিক্তিতে জনবল নিয়োগের উদ্দেশ্যে  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


ক্রমিক: পদের নামঃ অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতাঃ
০১
সহকারি  ইনচার্জ(মেকানিক্যাল-ফুল প্লান্ট)

ডিপ্লোমা ইন সিরামিক।
০২
শিফট ইনচার্জ (মেকানিক্যাল /ইলেকট্রি্ক্যাল)

সিরামিক ফ্যাক্টরিতে কমপক্ষে ৩থেকে ৫চছরের কর্ম অভিজ্ঞতা।
ডিপ্লোমা ইন সিরামিক।

০৩
সিনিয়র মেকানিক 

ডিপ্লোমা ইন সিরামিক।

০৪
সহকারি ডিজােইনার

সিরামিক ফ্যাক্টিরিতে ৫বছরের অভিজ্ঞতা
ডিপ্লোমা/গ্র্যাজুয়েট ইন গ্রাফিক্স ডিজাইন

০৫
অপারেটর (বলমিল/স্প্রে ড্রয়ার/গ্লেজ লাইন/প্রিন্টিং/ সটিং মেশিন/ কিলন/সর্টার)

সিরামিক ফ্যাক্টিরিতে ৫বছরের অভিজ্ঞতা
এসএসসি
০৬
অভিজ্ঞ হেলপার(বডিপ্রিপারেশন)
সিরামিক ফ্যাক্টিরিতে ৫বছরের অভিজ্ঞতা এসএসসি

শর্তাবলিঃ 

১। ২৫/০৮/২০২১ তারিখ পর্যন্ত বয়স সর্বোচ্চ ৪০। 
২। সংশ্লিস্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল।
৩। আগ্রহি প্রার্থীদের সদ্যতোলা ০৩কপি ছবি ,পূর্নাঙ্গ জিবনবৃত্তান্ত সহ আবেদন কররেন।
৪। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ 

ব্যবস্থাপনা পরিচাল, বিল্ডিং কনস্ট্রাকশন লিঃ , টিসিবি-১, ২য়তলা, ঠেঙ্গামারা, রংপুররোড, বগুড়া। 
Email: jobbclgroup@gmail.com
আবেদনের শেষ তারিখ: ২৫/০৮/২০২১ইং।
সুত্রঃ ০৯.০৮.২০২১ বাংলাদেশ প্রতিদিন

সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন।

old