ডাচ বাংলা ব্যাকের বিভিন্ন পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা নিচে দেওয়া হল।
পজিশন: পিএল/ এসকিউএল ডেভলাপার
পদের নাম: সিনিয়র অফিসার (৭জন) , অফিসার ৮জন
অভিজ্ঞতা: সিনিয়র অফিসারের ক্ষেত্রে অফিসার পদে ২বছরের অভিজ্ঞতা অথবা অথবা যেকোন ব্যাংকে এসিসন্টে অফিসার/জুনিয়র অফিসার পদে ৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পজিশন: সফটওয়্যার ডেভেলপার
পদের নাম: সিনিয়র অফিসার (জাবা ডেভ ৭জন), অফিসার (জাভা ডেভ ৮জন)
পজিশন: মোবাইল অ্যাপ ডেভেলপার
পদের নাম: এন্ডয়েড ডেভেলপার, আইওএস ডেভেলপার
পজিশন: কিউ এ ইন্জিনিয়ার
পদের নাম: সিনিয়র অফিসার ২জন।
আবেদনের প্রয়োজনীয়তা: বিএসসি ইন কম্পিউটার সাইন্স অথবা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ৩য় বিভাগ গ্রহনযোগ্য নয়। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ১৬আগষ্ট ২০২১ ইং তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মাবলি: অনলাইনে আবেদন করতে হবে আগামী ১৬ ই আগষ্টের মধ্যে।
সতর্কতা:
আমরা কোনো চাকরি দেই না। শুধু বিভিন্ন পত্রিকা থেকে বিজ্ঞপ্তি কালেকশন করে প্রকাশ করি।
সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। ভালো করে বুঝে- জেনে- শুনে আবেদন করবেন।
old