টেলিফোন শিল্প সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি – Telephone Shilpa Sangstha Ltd

ডাক ও টেলিযোগাযোগের আওতাধীণ টেলিফোন শিল্প সংস্থা লিঃ এর শুন্যপদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


পদের নামঃ কোম্পানি সচিব

পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ স্নাতকোত্তর বা এমবিএ।

পদের নামঃ  উপ মহাব্যবস্থাপক কারিগরি
পদ সংখ্যাঃ ০৩টি
শিক্ষাগত যোগ্যাতাঃ তড়িৎ ও ইলেকট্রনিক্স যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।

পদের নামঃ উপ মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ বানিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর।

পদের নামঃ গ্রোগ্রামার
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক । সফটওয়্যার এন্ড এ্যাপস এ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ সহকারী গ্রোগ্রামার
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিষয়ে স্নাতক । সফটওয়্যার এন্ড এ্যাপস এ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক কারিগরি

পদ সংখ্যাঃ ১১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক বা কম্পিউটার সায়েন্স ইসিই, ইটিই প্রকৌশল বিষয়ে স্নাতক । সফটওয়্যার এন্ড এ্যাপস এ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক সাধারণ
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  স্নাতক বা এমবিএ।

পদের নামঃ  কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক সাধারণ
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বানিজ্য বিভাগে স্নাতক বা এমবিএ।

পদের নামঃ  কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক কারিগবি
পদ সংখ্যাঃ ১৮টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নামঃ  কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক হিসাব
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বানিজ্যবিভাগে স্নাতক বা এমবিএ।

পদের নামঃ  কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক অডিট
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বানিজ্য বিভাগে স্নাতক বা এমবিএ।

পদের নামঃ  কনিষ্ঠ হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বানিজ্য বিভাগে এইচএসসি।

পদের নামঃ  স্টোর কিপার

পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বানিজ্য বিভাগে এইচএসসি।

পদের নামঃ  কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বিজ্ঞান বিভাগে এইচএসসি।

পদের নামঃ  অফিস সহকারী
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  এইচএসসি পাশ।

পদের নামঃ  বিক্রয় সহকারি
পদ সংখ্যাঃ ০৫টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  এইচএসসি পাশ।

পদের নামঃ  টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০৫টি
শিক্ষাগত যোগ্যাতাঃ  বিজ্ঞানবিভাগে এইচএসসি।

আবেদন শুরুর তারিখঃ ১০.০৮.২০২১ থেকে ০৯.০৯.২০২১ ইং পর্যন্ত।
old

Leave a Comment