জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত পদ সমূহ পূরণের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্রমিক নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
০১ | প্রভাষক পদার্থ বিজ্ঞান ১জন তথ্য ও যোগাযোগ ২জন |
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর |
০২ | সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, গণিত ১জন | সংশ্লিস্ট বিষয়ে স্নাতক সম্মান |
০৩ | প্রাথমিক শাখা সহকারি শিক্ষক ৪জন |
স্নাতক |
০৪ | নৃত্য প্রশিক্ষক ১জন | সংশ্লিস্ট বিষয়ে স্নাতক, নৃত্যের সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে। |
০৫ | অফিস সহকারী ১জন | এইচএসসি পাশ, word Procesing/Data Entry ও Typing এ ইংরেজিতে ৩০ বাংলায় ২৫ শব্দের গতি। |
০৬ | অফিস সহকারী কাম-হিসাব সহকারি | এইচএসসি পাশ। word Procesing/Data Entry ও Typing এ ইংরেজিতে ৩০ বাংলায় ২৫ শব্দের গতি। |
আবেদনের নিয়মাবলীঃ
- আগ্রহী প্রার্থীদের পূর্ণঙ্গ জীবণবৃত্তান্ত ০২কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপিসহ ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদন করুন অধ্যক্ষ বরাবর।
- খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে।
পরীক্ষার ফিসঃ ১-৪ নং পদের জন্য ৫০০/- এবং ৫ ও ৬ নং পদের জন্য ৩০০/-
ফিস প্রদান পদ্ধতিঃ অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে MICR পে-অর্ডার আবেদনের সাথে দাখিল করতে হবে।
পরীক্ষার তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ-শনিবার, সকাল ১০:০০টায় লিখিত পরীক্ষা অনুষ্টিত হবে। এ জন্য কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
old