জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে- Jalalabad Cantonment Public School and College

jalalabad cantonment public school and college

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত পদ সমূহ পূরণের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রমিক নং পদের নাম শিক্ষাগত যোগ্যতা
০১ প্রভাষক 
পদার্থ বিজ্ঞান ১জন
তথ্য ও যোগাযোগ ২জন
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর
০২ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, গণিত ১জন সংশ্লিস্ট বিষয়ে স্নাতক সম্মান 
০৩ প্রাথমিক শাখা 
সহকারি শিক্ষক ৪জন
স্নাতক 
০৪ নৃত্য প্রশিক্ষক ১জন সংশ্লিস্ট বিষয়ে স্নাতক,
নৃত্যের সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে।
০৫ অফিস সহকারী ১জন এইচএসসি পাশ,
word Procesing/Data Entry ও Typing এ ইংরেজিতে ৩০ বাংলায় ২৫ শব্দের গতি।
০৬ অফিস সহকারী কাম-হিসাব সহকারি এইচএসসি পাশ।
word Procesing/Data Entry ও Typing এ ইংরেজিতে ৩০ বাংলায় ২৫ শব্দের গতি।


আবেদনের নিয়মাবলীঃ 

  • আগ্রহী প্রার্থীদের পূর্ণঙ্গ জীবণবৃত্তান্ত ০২কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপিসহ ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদন করুন অধ্যক্ষ বরাবর।
  • খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে।
পরীক্ষার ফিসঃ ১-৪ নং পদের জন্য ৫০০/- এবং ৫ ও ৬ নং পদের জন্য ৩০০/- 

ফিস প্রদান পদ্ধতিঃ  অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে MICR পে-অর্ডার আবেদনের সাথে দাখিল করতে হবে।

পরীক্ষার তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২১ রোজ-শনিবার, সকাল ১০:০০টায় লিখিত পরীক্ষা অনুষ্টিত হবে। এ জন্য কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
old