IFIC Bank- আইএফআইসি ব্যাংকে চাকরির খবর

আইএফআইসি ব্যাংক হল দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ ব্যাংক। ব্যাংকটি আর্থিক খাতের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা এবং সর্ব্বোাচ্চ স্তরের পেশাদারিত্বের একটি অন্যন্য মূর্ত প্রতিক।

যদিও এটি একটি উদ্ভাবনী প্রক্রিয়া , ১৯৭৬সাল থেকে মানুষকে প্রযুক্তি, পন্য  বিভিন্ন শ্রেণির প্ল্যাটফর্মের পরিষেবা করে আসছে।  এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উভয়ই বৃহত্তম এবং বিশিষ্ট ব্যাংক হয়ে উঠতে প্রস্তুত। আমরা যোগ্যতা ভিত্তিক সমান সুযোগের নিয়োগকর্তা, কর্মচারিদের কাজের প্লাটফর্ম তৈরী করতে এবং ব্যাক্তির স্বপ্নপূরণের জন্য সু-বৃত্তাকার প্রশিক্ষণের সরবরাহকারী এবং সক্রিয়ভাবে সকল কিছু যথাসময়ে পরিবেশন করি।
আমাদের কাছের রয়েছে দক্ষ জনশক্তি  এবং গুনাবলি সম্পন্ন সব্বোচ্চ স্তরের একটি কর্মশক্তি বিদ্যমান রয়েছে। আমাদের কর্মশক্তি অনেক স্মাট তবে সমস্ত আয়েরকারী গ্রুপের পরিসেবা সরবরাহকরার একটি ভালো গুণ রয়েছে।আপনি যদি এই বিজয়ীদের সাথে যোগ দিতে আগ্রহি হন তাহলে আবেদন করুন।
ফাংশনাল পজিশনঃ ট্রানজেকশন সার্ভিস অফিসার
গ্রেড বা রেঙ্কঃ ট্রেইনি এ্যসিসটেন্ট অফিসার (TAO)
নির্বাচন প্রক্রিয়াঃ সকল প্রার্থীকে প্রতিযোগিতামুলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যঃ যেকোন বিষয়ে স্নাতক পাশ তবে ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহনযোগ্য নয় এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ১০জুলাই২০২১ ইং তারিখে ৩০বছরের মধ্যে বয়ষ হতে হবে।
মূল দায়িত্বঃ ক্যারিয়ারের শুরুতে , ক্রোর বিক্রয় ও ক্রোর কর্মসূচির আওতায় ব্যাংকটির মুখোমুখি হওয়া এবং ব্যাংকিং পন্যগুলো বিক্রি করে একস্টপ ব্যাংকিং পরিষেবা সরবরাহ করতে হবে।
বিভিন্ন সুবিধা ও কাজের ক্ষেত্র: 
  • বেসিক বেতনের মাধ্যমে কর্মশুরু হবে।
  • প্রশিক্ষনের পর বেতন বৃদ্ধি হতে পারে। সকল ধরনের প্রতিকূলতা উপেক্ষা করে নিজের পারফরমেন্স তৈরী করুন । স্বচ্চ কাজের মূল্যায়ন ও প্রচার প্রসার করুন।
  • নিজের ক্যারিয়ারকে পদোন্নতি করে উচ্চ স্তরে উন্নিত করতে পারবেন। এবং স্থানান্তরিত হতে পারবেন নিজের পছন্দ মতে পদে অভ্যন্তরিণ বিজ্ঞপ্তির মাধ্যমে। ভেলু বেইজড কালচার মান ভিত্তিক দলের সদস্য হবেন।
কর্মস্থল ঃ বাংলাদেশের যেকোন জায়গায়।
যেসকল প্রার্থী প্রতিষ্ঠান নির্ধারিত স্থানে কাজ করতে আগ্রহী নন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন ও স্থায়ীকরণ: শিক্ষানবিশকাল মাসিক ২৮৩৭০ টাকা বেতন পাবেন।  একবছর শিক্ষানবিশকাল সমাপ্তির পর আপনি সহকারি অফিসার হিসেবে ব্যাংকের নিয়মিত স্থায়ী চাকরি প্রাপ্ত হবেন। এবং নীতিমালা অনুযায়ী মাসিক ৩৫৯৯০/= টাকা বেতন প্রাপ্ত হবেন।

নিজেকে উক্ত পদের জন্য যোগ্য মনে করলে আবেদন করুন  https://career.ificbankbd.com আগামী ১০জুলাইর ২০২১ এর মধ্যে । আবেদন করার পর আবেদনপত্রটি ভালোভাবে পড়ে কনফার্ম করে যত্ন সহকারে সংরক্ষণ করবেন। আবেদন করার পর যদি কোন ভুল ত্রুটি লক্ষ করেন তাহলে সময় শেষ হওয়ার আগে পোর্টালে লগইন করে সংশোধন করতে পারবেন।
আইএফসিআই ব্যাংক কোনে কারণ ব্যতিরেকে যেকোন আবেদন বা সমস্ত আবেদন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। প্রার্থীর পক্ষ থেকে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবেন।
old