বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ ।। Bangladesh Army Jobs

৫৭তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস/ইএমই/এইসি), ৩৫ডিএসএসসি জেএজি এবং ৫০তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি)।
বয়স ০১ জানুয়ারি ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান ন্যূনতম পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি ওজন ৫৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণ ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ১.৫৭ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নোক্ত কোর সমূহে ভর্তির যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ক। ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে  কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল, 
  •  নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং , 
  • আর্কিটেকচার  ইঞ্জিনিয়ারিং।

খ। সিগন্যালস কোর- পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে  কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি।
  •  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এনড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

গ। ইলেকট্রিক্যাল  এনড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর- পুরুষ/মহিলাঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে  কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

  • নিউক্লিয়ার সাইন্স এনড ইঞ্জিনিয়ারিং। 
  • এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

ঘ। আর্মি এডুকেশন কোর- পুরুষ/মহিলাঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

ইংরেজি ,গণিত , মেডিক্যাল ফিজিসিস্ট, আন্তর্জাতিক সম্পর্ক, সাইকোলজিস্ট, ম্যানেজমেন্ট, মার্কটিং , অডিওলজিস্ট।

ঙ। জাজ এ্যাডভোকেট জেনারেল-  পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ এলএলবি সম্মান এবং এলএলএম/এমএএলএলএম ডিগ্রিতে  কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

চ। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর- পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ বিএসসি (ভেট এনড এইচ) ডিভিএম ডিগ্রি এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী ও  কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।

বৈবাহিক অবস্থাঃ 

ক। পুরুষ:  ১.অবিবাহিত,  ২. বিবাহিত (০১জানুয়ারী ২০২২ইং তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।)

খ। মহিলাঃ অবিবাহিত/বিবাহিতা

জাতীয়তা: জন্মসুত্রে বাংলাদেশী নাগরিক।

প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে।  আইএসএসবি কর্তৃক ২বার ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত (একবার স্ক্রিড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) তবে ৫বছর পূর্বে ২বার স্ক্রিড আউট/ প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিক্ষানতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টাার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।

আবেদন করার পদ্ধতিঃ 
০২ জুলাই ২০২১ইং তারিখ হতে ২৪ জুলাই ২০২১ ইং পযন্ত  https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবশ করে হোম পেইজে এর উপরে ডান কোনায় তে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংকের টিক্যাশ, ভিসা/মাস্টারকার্ড, বিকাশ,রকেট,ইত্যাদির মাধ্যমে ১০০০/= টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (01713-161979) সরাসরি যোগাযোগ করুন।

নির্বাচন পদ্ধতিঃ 
লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর ) আগামী  ০৬ আগষ্ট ২০২১ ইং তারিখে ৯ঘটিকায় শহীদ রমিজ উদিদন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্টিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত: প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৩১আগষ্ট ২০২১ ইং তারিখে ওয়েবসাইটে ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জাননো হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় উর্ত্তির্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৬ সেপেটম্বর হতে ০৫ অক্টোবর ২০২১ তারিখ পযন্ত এএফএমআই ,ঢাকা সেনাবিবাসে অনুষ্টিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসিট ্এর মূলকপি প্রদর্শন করতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

আইএসএসবি পরীক্ষাঃ লিখিত ও মৌখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হবে হবে। পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চারদিনে সম্পন্ন হবে। এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

old