ক। ইঞ্জিনিয়ার্স কোর- পুরুষ/মহিলা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
- বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল,
- নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ,
- আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং।
খ। সিগন্যালস কোর- পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি।
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এনড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
গ। ইলেকট্রিক্যাল এনড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর- পুরুষ/মহিলাঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
- নিউক্লিয়ার সাইন্স এনড ইঞ্জিনিয়ারিং।
- এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ঘ। আর্মি এডুকেশন কোর- পুরুষ/মহিলাঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ের উপর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
ইংরেজি ,গণিত , মেডিক্যাল ফিজিসিস্ট, আন্তর্জাতিক সম্পর্ক, সাইকোলজিস্ট, ম্যানেজমেন্ট, মার্কটিং , অডিওলজিস্ট।
ঙ। জাজ এ্যাডভোকেট জেনারেল- পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ এলএলবি সম্মান এবং এলএলএম/এমএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
চ। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম কোর- পুরুষঃ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ সহ বিএসসি (ভেট এনড এইচ) ডিভিএম ডিগ্রি এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী ও কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে।
বৈবাহিক অবস্থাঃ
ক। পুরুষ: ১.অবিবাহিত, ২. বিবাহিত (০১জানুয়ারী ২০২২ইং তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন।)
খ। মহিলাঃ অবিবাহিত/বিবাহিতা
জাতীয়তা: জন্মসুত্রে বাংলাদেশী নাগরিক।
প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনা/নৌবাহিনী/বিমানবাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে। আইএসএসবি কর্তৃক ২বার ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত (একবার স্ক্রিড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) তবে ৫বছর পূর্বে ২বার স্ক্রিড আউট/ প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিক্ষানতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টাার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (01713-161979) সরাসরি যোগাযোগ করুন।
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় উর্ত্তির্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৬ সেপেটম্বর হতে ০৫ অক্টোবর ২০২১ তারিখ পযন্ত এএফএমআই ,ঢাকা সেনাবিবাসে অনুষ্টিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসিট ্এর মূলকপি প্রদর্শন করতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
আইএসএসবি পরীক্ষাঃ লিখিত ও মৌখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হবে হবে। পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চারদিনে সম্পন্ন হবে। এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।