বিজ্ঞপ্তি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সিলেট জেলার আওতাধীন নিম্নবর্ণিত রাজস্ব্খাত ভুক্ত শূন্য পদ পূরনের নিমিত্তে পদের পাশে উল্লেখিত সংশ্লিষ্ট জেলা/উপজেলা/সিটি কর্পোরেশন/ইউনিয়ন / পৌরসভা/ ইউনিট/ ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্চে।
পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারি, উচ্চ মাধ্যমিক পাশ সিলেট জেলার স্থায়ীবাসিন্দারা আবেদন করতে পারেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক, দক্ষিণ সুরমা দাউদপুর, গোলাপগঞ্জ লক্ষণাবন্দ, বালাগঞ্জ পশ্চিম পৈলনপুর, বিশ্বনাথ রামপাশা, বিয়ানীবাজার শেওলা, জৈন্তাপুর জৈন্তা, গোয়াইনঘাট তোয়াকোল উক্ত উপজেলার উল্লেখিত ইউনিয়ন সমূহের এসএসসি পাশ মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
পরিবার কল্যাণ সহকারী, সিলেট সদর মোগলগাও ইউনিয়নের তালুকদারপাড়া লামাগাও খালপার মিরেরগাও ফতেহপুর, ফুলকুচি, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী িইউনিয়নের তেতলী লালারগাও ভালকী নিজগাও, পুরানতেতলী, আহমদপুর, বেটুয়ারপার ্লাউপুর বরইকান্দি খিদিরপুর, সিলাম পশ্চিমপাড়া,খালপার টিলাপাড়া নয়াপাড়া ঢালিপাড়া শেখপাড়া টিকরপাড়া ,খড়ারিয়া মুক্তারপুর মনজলাল শাহপুর আগরচর মোহাম্মাদপুর নাথপাড়া, চরমোহাম্মদপুর ফকিরপাড়া, জালালপুর অজিমতপুর দাসপাড়া মীররগাও সমসপুর ব্রাক্ষণগাও মুত্তি মালাকন্দি দক্ষিণকরিমপুর মাইজভাগ দাউদপুর।
গোলাপগঞ্জ উপজেলা: বাঘা ইউনিয়নের ইসলামাবাদ গন্ডমারা গৌরাবাড়ি মাঝরমহল্লা কামারাল সামপাড়া, গোলাপগঞ্জ দিঘিরপার, নয়াপাড়া রণকেলী উত্তর, খলাগ্রাম ছত্রিশ বুটিটিকর রায়গড় সাতখন্ড শেরপুর। ফুলবাড়ি ইউনিয়েনের পুর্বপাড়া। বুধবারী বাজার ইউ ছত্রিশ, কালিজুরি। ঢাকাদক্ষিণ ইউ উপরবারকুট, লামা বারকুট। বাদেপাশা ইউ আলমপুর দক্ষিণ আলমপুর, আলমপুর মাদারটুল ফুলিয়া সতুন মর্দন হাজির কোনা বাদেপাশা উত্তর।
বালাগঞ্জ উপজেলা: উমরপুর ইউ মির্জাশহিদপুর চেভার পাড়া, বনগ্রাম, কামালপুর, কটালপুর মজলিশ পুর মাধবপুর আদিত্যপুর মাটিয়াখাড়া হাবসপুর। সাদীপুর ইউ সাদিপুর সাদিপুর বাজার, ধরখা, খসরুপুর, খসরুপুর বাজার, ত্রীরাপুর, খোসরপুর।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন পৈলনপুর,ভাটপাড়া, গালিমপুর, জালালপুর, রশিদপুর, সাদেকপুর,হমছাপুর।
বুরুঙ্গা বাজার ইউনিয়ন হাজীপুর কামারগাও, পিয়ারাপুর, খয়েরপুর।
তাজপুর ইউনিয়নের চরইসবপুর, পিচরাকান্দি,করাইয়া, নটপুর, পশ্চিমরুকনপুর, নাগেরকোনা, করমপুর, কাইরদা, ভাড়েবা, চক ভাড়েরা ভাড়রা সাধবপুর, ছরাজপুর রাইয়া গোয়াসপুর পূর্ব রোকনপুর। পশ্চিমগৈৗরীপুর ইউনিয়ন তেঘরিয়া, আতাশন শ্রীনাথপুর, বাবুরগাও টেকামুদ্রা। বালাগঞ্জ ইউনিয়ন গহরমলী রিফাতপুর ঢর হাড়িয়া, চরসুবিয়া পীরপুর চকপীরপুর।
বিশ্বনাথ উপজেলা: লামাকাজি ইউনিয়নের খোজারপাড়া মাহতাবপুর শাহাপুর মাধবপুর দিঘলী ইসলিমপুর দত্তপুর একানিধা সাহেবনগর মান্দাবাজ, সিরাজপুর বশিরপুর।
খাজাঞ্চী ইউনিয়নের একাকল্যান বন্দুয়া নোয়াগাও দক্ষিন পূর্ব পশ্চিম নোয়াগাও, কৃঞ্চপুর, রঘুপুর মোড়াউড়া ভবানীপুর তবলপুুর কায়স্থগ্রাম মুর্সদপুর নুরপুর এনায়েতপুর বাওনপুর খালপার। রামপাশা ইউ ধলিপারা মাখরাও আমতৈল । দৌলতপুর ইউ ইসলামপুর, পূর্বপাড়া লেছকাটা ও নোয়াগাও সাতপাড়া উত্তরপাড়া। বিস্তারিত ওয়বসাইটে।
পদের নাম: আয়া, সিলেট জেলার ৮ম শ্রেণি পাশ শুধু মহিলা প্র্রার্থী ।
আবেদনের নিয়মাবলী:
পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ীবাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারীগণ এইপদে আবেদনরে যোগ্য বলে বিবেচিন হবেন না।
এবং পরিবার কল্যাণ সহকারী পদে সংশ্লিষ্ট ইউনিয়নের আওতাভুক্ত গ্রামের স্থায়ীবাসিন্দা হতে হবে।
আগ্রহীপ্রার্থীগণ অনলাইনে আবেদন করুন http://dgfpsyl.teletalk.com.bd তে আগামী ২৬ জুলাই ২০২১ ইং বিকাল ০৫টার মধ্যে।
প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কতৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিতকৃত কাগজপত্রাদি জাল , মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া নূন্যতম শর্তের সাথে অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্তীর প্রার্থীতা বাতিল করা হবে। এবং তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নোক্ত সনদ বা কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়ন করে ১সেট জেলা পরিবার পরিকল্পনা কাযালয়ে সরাসরি বা ডাকযোগে/ কুরিয়ারে জমা দিতে হবে।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করবেন।
old