খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূণ্যপদে অস্থায়ী ভিক্তিতে নিয়োগের লক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে অনাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম ও বেতন স্কেল: অফিস সহকরাী কাম-কম্পিউটার অপারেটর, বেতন ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ জাতীয় বেতন স্কেল ২০১৫অনুযায়ী।
- পদ সংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং তপশীল-২ এবং ৪ অনুযায়ী গৃহিত পরীক্ষায় উত্তীর্ণ। কমিপউটার টাইপিং এ বাংলায় গতি সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০শব্দ।
সাধারণ জেলার কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। কুমিল্লা, বরিশাল পাটুয়াখালী মুন্সিগঞ্জ, টাঙ্গাইল মানিকগঞ্জ গোপালগঞ্জ নাটোর ্ ও যশোর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারিরিক প্রতিবন্ধি কোটায় সকল জেলার প্রার্থী আবদন করতে পারবেন।
আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ
পরীক্ষায় ইচ্চুক প্রার্থীকে অনলেইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরুপ: আবেদন শুরুর তারিখ ০৭/০৭/২০২১ই সকাল ১০টা থেকে ০৮/০৮/২০২১ ইং বিকাল ৫টা পযন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তি ৭২ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- আবেদন লিংক: http://bomd.teletalk.com.bd/home.php
আবেদনের নির্ধারীত স্থানে প্রার্থীর রঙিন ছবি দৈঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল েএবং স্বাক্ষর ৩০০*৮০ প্রিক্সল আপলোড করতে হবে। পূরণকৃত আবেদনপত্রটি রঙিন প্রিন্ট করে পরীক্ষা সংক্রন্ত সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
এসএমএস দেওয়ার নিয়মাবলীঃ
অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি েএবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত আবেদন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকিশেন্ট কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১০০/= এবং টেলিটক সার্ভিস চার্জ বারদ ১২/= মোট ১১২ একশত বারো টাকা অনধিক ৭২ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখনে বিশেষ্য ভাবে উল্লেখ্য যে আবেদন পত্র সাবমিট হওয়ার পর পরীক্ষার ফিস না দিলে আবদেন পত্র কোনো ভাবে গৃহিত হবে না।
প্রথম এসএমএস :
BOMD <space> User id send 16222
Example: BOMD ABCDEF
Reply: Applicant Name Tk-112 will be charged as application fee. Your PIN is 12345678. to pay fee Type BOMD <> Yes<> PIN and send to 16222.
দ্বিতীয় Sms:
BOMD <> Yes <> PIN send to 16222.
Example: BOMD YES 12345678
Reply: Congratulations applicants Name payment completed successfully for BOMD .
old