নিয়োগ বিজ্ঞপ্তি: কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতের শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, পাওয়ার ইলেকট্রনিক্স, কম্পিউটার, অটোমোবাইল আরএসি, এনভায়রনমেন্টাল, কেমিক্যাল ফুড টেলিকমিউনিকেশ,ন ইলেকট্রোমেডিক্যাল, আর্কিটেকচার এ আইডিটি, কনস্ট্রাকশন মেকানিক্স ডাটা কমিউনিকেশন, কম্পিউটার সাইন্স আইসিটি গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকানিক গ্রাফিক্স ডিজাইন। ক্রাফট ইনস্টাক্টর সপ পদে ১০৫৭ জন। ক্রাফট ইন্সট্রাক্টর টিআর/ইলেকট্রনিক্স/টেক পদে মোট ১ হাজার ১৯জন। টেক/ল্যাব পদে ১০৫জন।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান পদ্ধতি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যাক্তি www.dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ০৫/০৫/২০২১ইং সকাল দশটা থেকে এবং শেষ তারিখ 25 মার্চ 2021 বিকাল 5 টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদন পত্রের প্রার্থিতার স্বাক্ষর ও রঙ্গিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। স্বাক্ষর এর দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ আশি পিক্সেল, ছবির দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৩০০পিক্সেল।
অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদন করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী ফরম পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস প্রেরণ এর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি এপ্লিকেশন কপি পাবেন।
উক্ত অ্যাপ্লিকেশন কঁপি প্রার্থী প্রিন্ট করে অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কঁপি ইউজার আইডি ও নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন পত্র নং 1 থেকে 3 পর্যন্ত 112 টাকা অনধিক 72 ঘণ্টার মধ্যে জমা দেবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
সম্পুর্ন বিজ্ঞপ্তিটি দেখুন ও আবেদন করুন এখানে।
প্রবেশপত্র: প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
এসএমএসে পেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট সম্ভব হলে রঙ্গিন করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।