বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের রাজস্বখাতভূক্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের শর্তাবলী: প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে।আবেদনকারীর নাম, পিতার নাম মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইন আবেদন ফরম এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র প্রদান করতে হবে।
মুদ্রিত বা হাতের লেখা কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায় প্রেরন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। বয়স সীমা 31-5-2021 ইংরেজি তারিখ অনুযায়ী ১নং পদের আবেদনকারীগণের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। ২নং পদে আবেদনকারী গুণের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, ৬নং পদে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, তিন থেকে পাঁচ নং এবং সাত থেকে পচিশ নং পদে আবেদনকারীগণের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বৈজ্ঞানিক সহকারী পদে আবেদনকারীদের ক্ষেত্রে বিভাগীয় প্রকল্পে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যার পুত্র-কন্যা বা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে । বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে।
প্রয়োজনীয় কাগজাদি: লিখিত বা প্রয়োগিক সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত একসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
প্রার্থী কর্তিক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র ভূল বা মিথ্যা/ ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনকারীর মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এসএমএসের মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। অনিবার্য কারণে কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হে নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের গত 18 ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে ১২.০০.০০০০.০৬২.১১.০০২.২০ -৬০ সংখ্যক স্মারক পত্রের আলোকে প্রচার করা হলো ।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইটে পাওয়া যাবে। উপরে উল্লিখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি বিধান প্রযোজ্য হবে। যেকোনো তথ্যের জন্য ইমেইল এ যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতা জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক কাস্টমার কেয়ার ১২১ এ কল করা যাবে।